মোঃ রুবেল আহমেদ (গোপালপুর,টাঙ্গাইল)
"আমার স্বাস্থ্য, আমার দায়িত্ব" প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলার কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
করোনা সহিষ্ণু গ্রাম গড়ে তোলা এবং প্রান্তিক জনগণের মাঝে স্বাস্থ্য সেবা মান উন্নয়নের লক্ষ্যে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায়, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীদের হাতে স্বাস্থ্য উপকরণ ব্লাড প্রেসার পরিমাপ যন্ত্র, টেন স্ক্রু, ইনফারেট থার্মোমিটার, পালস মিটার এবং মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আলিম আল রাজি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তাপস চন্দ্র সাহা,
গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, বিকশত নারী নেটওয়ার্কের টাঙ্গাইল জেলা সভাপতি আনজু আনোয়ারা ময়না, গোপালপুর উপজেলা শাখার সুজন সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, আরো উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া সমন্বয়কারী মো. মাহমুদ আলী, ইউনিয়ন সমন্বয়কারী বিপ্লব তালুকদার, উপজেলার কমিউনিটি ক্লিনিক এর স্বাস্থ্য কর্মী ও মিডিয়া কর্মী বৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]