মো. রুবেল আহমেদ, টাঙ্গাইল।
নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর কেন্দ্রীয় সনদ ২০২৩ পরিক্ষায়, টাঙ্গাইলের দক্ষিণ গোপালপুর সামছুদ্দিন-সামছুন্নাহার বায়তুল উলুম মাদরাসার নূরানী বিভাগের ৪জন ছাত্র বোর্ডস্ট্যান্ট করেছে।
মাদরাসা সূত্রে জানা যায়, গত নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত পরীক্ষায় তৃতীয় শ্রেণীর মোট ৬লক্ষ ৬০হাজার ৫৫৪জন শিক্ষার্থী অংশ নেন। সম্প্রতি প্রকাশিত ফলাফলে দেখা যায় সারাদেশের মধ্যে দক্ষিণ গোপালপুর সামছুদ্দিন-সামছুন্নাহার বায়তুল উলুম মাদরাসার ছাত্র গোপালপুরে পৌর শহরের কাজীবাড়ীর আহমদ মুজতবা তাজ ৬ষ্ঠ, পোড়াবাড়ীর আরাফাত জিসান ১০ম, দক্ষিণ গোপালপুরের ইব্রাহিম খলিলুল্লাহ ১৪তম এবং পাকুয়ার লাবিব হাসান ১৮তম স্থান অর্জন করে। অত্র মাদরাসার ১৬জন শিক্ষার্থী সবাই এ-প্লাস পেয়ে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে।
আহমদ মুজতবা তাজের মা জরিনা প্রতিবেদককে বলেন, আমার দুইটা মেয়ে হবার পর ছেলের জন্ম হলে ওকে মাদ্রাসায় পড়ানোর নিয়ত করি, ছেলের ভালো রেজাল্ট হওয়ায় আল্লাহর কাছে লাখো শোকরিয়া। আগামীতেও ছেলেকে মাদরাসায় পড়িয়ে বাকী জীবন আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই।
মাদরাসার সাধারণ সম্পাদক মো: কুদরত -ই -এলাহী (রূপক) বলেন, আমাদের একমাত্র লক্ষ্য প্রতিটি ছাত্রকে প্রকৃত আলেম হিসাবে গড়ে তোলা। তাই শিক্ষার্থীদের দান, সদকা ও কালেকশনে মনোনিবেশ করতে দেয়া হয়না।
মাদরাসার প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট নূরুল আলম খোকন বলেন, মাদরাসাটি দান সদকার অর্থে পরিচালিত নয়, এমনকি শিক্ষার্থী ও শিক্ষকদের বাহিরের দাওয়াতেও যেতে দেয়া হয়না। ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, পড়াশোনা শেষে যেন প্রতিটি শিক্ষার্থী সমাজে মাথা উঁচু করে চলতে পারে।