টাঙ্গাইলের গোপালপুরে ফের খাদ্যবান্ধব কর্মসূচীর ৭৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২শে এপ্রিল) বিকেলে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া মধ্যপাড়ার লাল মিয়ার বাড়ি থেকে চালের বস্তাগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসন। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার আলমনগর মধ্যপাড়া অভিযান চালিয়ে ৬০বস্তা চাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক বলেন, দুইজন ব্যক্তি দশ টাকা কেজি দরের ৩০ কেজি বস্তার খাদ্যবান্ধব কর্মসূচীর চাল ক্রয় করে লাল মিয়ার বাড়িতে মজুদ করে রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে ৭৬ বস্তা চাল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লাল মিয়াসহ বাড়ীর লোকজন পালিয়ে যায়। আমরা চাচ্ছি এটা সুষ্ঠুভাবে বণ্টন হোক ও প্রকৃত গরীব ও দুঃস্থ মানুষের হাতে এটা পৌঁছে যাক ।
এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবদুল্লাহ ইবনে হুসাইন বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করেন। ওসি মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।