খাবারের খোঁজে বনাঞ্চল থেকে টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল গ্রামে আসা অসুস্থ হয়ে পড়া একটি বিরল প্রজাতির (মুখপোড়া) হনুমান উদ্ধার করেছে মধুপুর বন বিভাগ, ডুবাইল গ্রামের বাসিন্দা শারমিন জাহান ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন ।
ডুবাইল গ্রামের বাসিন্দা শিমুল আল মামুন বলেন, কুকুড়ের তাড়া খেয়ে বিরল প্রজাতির এই হনুমানটি আশঙ্কাজনক অবস্থায় প্রায় দেড় সপ্তাহ আগে তাদের বাড়ির একটি গাছে অবস্থান নেয়। বুধবার (৯ জুন) সকালে বৃষ্টিতে ভিজে হনুমানটি অসুস্থ হয়ে পড়লে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এসময় পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। তখন এর পায়ে কুকুড়ের কামড়ানোর মতো ক্ষত দেখা যায় । আমি প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা করি। এদিকে, বাড়িতে হনুমান আসার খবর পেয়ে স্থানীয় লোকজন বাড়িতে ভিড় করতে থাকেন। কেউ কেউ কলা, পাউরুটিও খেতে দেন।
শিমুল আল মামুন আরও বলেন,, গত দু’দিন আগে হনুমানটি গাছ থেকে মাটিতে খাবার খেতে নেমে আসলে অন্য আরেকটি কুকুর তার পিঠে কামড় বসায়। মামুন ও তার বোন মিলে হনুমানটি ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দেন। পরে ফের গাছের ডালে উঠে যায়। এরপর আবারও অসুস্থ হয়ে পড়ে প্রাণীটি।
সূত্রটি জানায়ঃ বুধবার (৯ই জুন) স্থানীয় একজনের সহযোগিতায় বুধবার বিকালে মধুপুর বন বিভাগ থেকে আসা উদ্ধারকারী দলের কাছে হনুমানটি হস্তান্তর করা হয়। উদ্ধারকারী দলটি হনুমানটিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।
হনুমানটিকে উদ্ধারের জন্য ভূমিকা রাখা ডুবাইল গ্রামের শারমিন জাহান ফেসবুকে জানিয়েছেন, অবশেষে মধুপুর বন বিভাগ অফিস থেকে লোক এসে নিয়ে গেছে জং বাহাদুর কে। আশাকরি চিকিৎসার পর সুস্থ হয়ে আবার সে বনে ফিরে যাবে তার ফ্যামিলির কাছে, ইনশাআল্লাহ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]