রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
গোপালপুর পৌরসভা নির্বাচনে র্যাব, বিজিবি মোতায়নের ঘোষণা
মো. রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা হলরুমে বুধবার (১০ই ফেব্রুয়ারি) বিকাল ৪টায় অনুষ্ঠিত গোপালপুর পৌরসভা সাধারন নির্বাচন ২০২১ উপলক্ষে বিশেষ আইন শৃংখলা সভায় গোপালপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আতাউল গনি ।
এসময় তিনি প্রত্যক ওয়ার্ডে ১জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশের স্টাইকিং ফোর্স, বিজিবি, র্যাব মোতায়নের ঘোষণা দেন । এসময় তিনি নির্বাচনী সহিংসতায় নিহত মোঃ খলিলের প্রতি শোক প্রকাশ করেন ও তার পরিবারের জন্য সহযোগিতার আশ্বাস দেন ।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আতাউল গনি,পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম , জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার গোপালপুর পৌরসভা সাধারন নির্বাচন ২০২১ এ.এইচ.এম কামরুল হাসান, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইয়াসমিন সীমা ।
এসময় উপস্থিত ছিলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও নির্বাচনে মেয়র প্রার্থী সহ অন্যন্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ।
এমসয় প্রার্থীরা বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেন ।
বক্তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোটারদের ভোট প্রয়োগ করতে অনুরোধ জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা ।
উল্লেখ্য সোমবার (৮ই ফেব্রুয়ারি) আওয়ামী লীগ ও আ’লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন ।
চতুর্থ ধাপে আগামী ১৪ই ফেব্রুয়ারী গোপালপুর পৌরসভায় এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.