
বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)
গোপালপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন শুক্রবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বার্ষিক রিপোর্ট পেশ করেন সম্পাদক সন্তোষ কুমার দত্ত। সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর টিভির নিউজ অব দ্যা হেড এবং গোপালপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি ছিলেন নাগরিক টিভির বিশেষ প্রতিবেদক সাইফুল ইসলাম শাহীন। দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীনকে সভাপতি এবং দৈনিক মানব জমিনের গোপালপুর প্রতিনিধি অটল শরীয়ত উল্লাহকে সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন(দৈনিক আমার দেশ), সহসভাপতি আব্দুস সালাম খান( দৈনিক দিনকাল) যুগ্ম সম্পাদক শাহনুর রহমান সোহাগ( দৈনিক নয়াদিন), সাংগঠনিক সম্পাদক নূর আলম( দৈনিক কালবেলা), অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান(দৈনিক সংগ্রাম), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ (দৈনিক বাংলা) নির্বাহী সদস্য বিধান চন্দ্র রায়( দৈনিক ভোরের ডাক) অবশিষ্ট চারটি পদ পরবর্তীতে কোঅপ্ট করে নেয়া হবে।
no views