এস এম শাহাদৎ হোসাইন গাইবান্ধা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে কাপড়ের দোকানে আগ্নিকান্ডে কমপক্ষে ৫৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ১৯ অক্টোবর মঙ্গলবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী বলেন রমেশ চন্দ্র দাসের কাপড়ের দোকানে আগুনের সুত্রপাত ঘটে। পরে আগুন মো. বিপ্লব আকন্দের কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মেহেদী হাসান ,পূজা উৎযাপন পরিষদের সভাপতি তনায়দেব, সাধারণ স¤পাদক রিমন কুমার তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান বলেন, ‘ফায়ার সার্ভিস, সিআইডি, পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, দোকানের ভেতর থেকে সর্ট সার্কিট বা এই ধরনের কোনো কারণে আগুনের সুত্রপাত হতে পারে। তবে দোকান মালিক অভিযোগ করেন, কেউ তার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সংসদ সদস্য মোনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে একটি কুচক্রী মহল এমন ঘটনা ঘটিয়েছে।