গাইবান্ধা থেকে মোঃ ওয়াজেদ আলী :গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ গোবিন্দগঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে সেলাই মেশিন, বাই-সাইকেল, শিক্ষাবৃত্তি, স্কুল ব্যাগ, ক্রীড়া সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছেন।
গতকাল মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ সুবিধাভাগীদর মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন। উক্ত বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষাথীদের মাঝে প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ১ম - ৫ম শ্রেনী ২৫০০ টাকা করে ৬০ জন, ৬ষ্ঠ- ১০ম শ্রেনী ৬০০০ টাকা করে ৩২ জন এবং একাদশ - দ্বাদশ শ্রেনী ৯৫০০ টাকা করে ২১ জন মোট ১১৩ জনের মাঝে সর্বমোট ৫,৪১,৫০০ টাকা উপবৃত্তি প্রদান , ৩০ জনকে শীতের পোশাক সোয়েটার, ২০ জনকে স্কুল ব্যাগ, খেলোয়াড়দের মাঝে ১০ টি ফুটবল, ১৫ জন শিক্ষার্থীকে ১৫ টি বাইসাইকেল, ৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ৯ জনকে আশ্রয়ন প্রকল্পর ঘর বিতরণ করেন এবং এর আগে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ উপজেলা চত্তরে শহীদ মিনার ও শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
বিতরণ উপলক্ষে উপজলা প্রশাসন আয়াজিত গোবিন্দগঞ্জ উপজলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান এর সঞ্চালনায় আলাচনা সভায় জেলা প্রশাসক ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু , ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধি ফিলিমন বাস্কে, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা এ,কে,এম মামুনুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিন্দার আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল আলম মন্ডলসহ অন্যরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]