মাইদুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী আনিছুর রহমান নামে এক নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে হামলা চালিয়ে জখম করার অভিযোগ উঠেছে চশমা প্রতীক সমর্থকদের বিরুদ্ধে।রবিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার শালমারা ইউনিয়নের বালুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত নব নির্বাচিত চেয়ারম্যানে প্রথমে উপজেলা ও পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।আনিছুরের পরিবার ও স্থানীয়রা জানান, এলাকায় ভোট গ্রহণ শেষে গোবিন্দগঞ্জ উপজেলায় চূড়ান্ত ফলাফল নেওয়ার জন্য মোটরসাইকেল যোগে বালুয়া বাজার এলাকায় পৌঁছালে অতর্কিত হামলা চালায় একদল যুবক। এ সময় তাকে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে আনিছুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।আহত আনিছুর রহমান গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।
তিনি নৌকা প্রতীকের প্রার্থী হয়ে শালমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।এদিকে, আনিছুরের পরিবারের দাবি, হামলাকারীরা চশমা প্রতীকের সমর্থক। তারা ভোটে পরাজিত হয়ে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিত এ হামলা চালিয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তারা।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।