প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, ০৯/০১/২৩ সোমবার আজ সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় বালুবোঝাই একটি ট্রাক ও ইজিবাইক মহিমাগঞ্জ রোডে সোনার পাড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক টি দুমড়েমুচড়ে যায়। ঘটনা স্থল থেকে এলাকাবাসী আহত অবস্থায় ৭ জন যাত্রী কে উদ্ধার করে গোবিন্দগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়ার পথে দূলালী বেগম( ৪২) এক মহিলার মৃত্যু হয়,গ্রাম উত্তর শোকাগাড়ী,স্বামী মোঃআবুবক্কর মন্ডল, শিবপুর ইউনিয়ন এবং রুবেল হোসেন (২৮)পিতা মোঃগোলাম মোস্তফা রাখালবুরুজ ইউনিয়নে পলাশবাড়ী গ্রাম নিহত হন।
আহতদের ব্যক্তিরা হলেন ১.মোঃ এনামুল (২৫)
পিতা, মোঃদেলোয়ার হোসেন,কোচাশহরইউনিয়নে গ্রাম হাবিবপুর, ২.আফজালহোসেন (৬৫), শালমাড়া ইউনিয়নে গ্রাম, কোচারিয়া ৩.মোঃলাল মিয়া (৩৫)
পিতা, মোঃ লোকমান, শিবপুর ইউনিয়নে গ্রাম, মালমন্চা ৪.মোঃ শাহ আলম(৬০) পিতা মৃত, ইউসুফ আলী, শালমাড়া ইউনিয়নে গ্রাম কলাকাটা হামজাপুর
৫.মোঃমানিক (২০) পিতা মোঃ জুন্না মিয়া
শিবপুর ইউনিয়নে গ্রাম, খিড়িবাড়ী।
এছাড়াও ঘটনা স্থলে প্রতক্ষ্যদর্শীরা আরও জানান, ইজিবাইক টি কোচাশহর থেকে ৭ জন যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের দিকে আসছে অপরদিকে বালুবোঝাই ট্রাক টি গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জের দিকে যাচ্ছে, কিন্তু বালুবোঝাই ট্রাক টি দ্রুত গতিতে এসে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। আরও জানান প্রশাসনের শৃঙ্খলা কড়া নজরদারি থাকলে সড়কে এতো প্রাণ ঝরে না।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইজার উদ্দিনজানান, দূর্ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।