মোঃ ওয়াজেদ আলী,বিশেষ সংবাদদাতা দৈনিক শিরোমণি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সপ্তাহব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুক্তির উৎসব মেলা ও
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুঠিবাড়ী মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান শেষে
বিভিন্ন ক্যাটাগরিতে সেরা তিন স্টলকে পুরস্কার প্রদানের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষণা
করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী
চলে এ মেলা। সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালি বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য ৩২
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন
চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।
মেলায় উপজেলা প্রশাসনের একাধিক দপ্তরের ৫০টি স্টলে দেশে চলমান উন্নয়ন কর্মকান্ডে
নানা দিক প্রদর্শন করা হয়। বিভিন্ন ক্যাটাগরির স্টলগুলোর মধ্য থেকে তিনটি স্টলকে সেরা
নির্বাচিত করে তাদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ মেলায় ধারাবাহিকভাবে পঞ্চম
বারের মত প্রথম স্থান দখল করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, দ্বিতীয় স্থান দখল করে
উপজেলা পল্লী উন্নয়ন অফিস এবং তৃতীয় স্থান দখল করে স্থানীয় সরকার মন্ত্রণালয়
এলজিইডি অফিস।
সপ্তাহব্যাপী মেলায় প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠান। যেখানে স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা গান পরিবেশন
করে।
সমাপনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নম্বর দরবস্ত ইউপি চেয়ারম্যান
আবু রুশদ মো. শরিফুল ইসলাম জর্জ, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, পল্লী
দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবুল হাসনাত, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজ
দেওয়ান, সহকারী শিক্ষা অফিসার বোরজাহান কবির সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।