ওয়াজেদ আলী,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে উপজেলা সাবরেজিষ্টার অফিসে জনদুর্ভোগান্তি রোধে স্থায়ী সাবরেজিষ্টার নিয়োগ, নকল নবিসদের চাকুরী স্থায়ী করণ ও নব-নির্মিত নিজস্ব ভবণে অফিসের কার্যক্রম শুরু সহ ১০ দফা দাবী বাস্তবায়নে নাগরিক কমিটির মানব বন্ধণ অনুষ্ঠিত হয়েছে।
১৩ই ফেব্রুয়ারী (রবিবার) সাবরেজিষ্টার অফিস কার্যালয়ের সামনে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লার সভাপতিত্বে ও নাগরিক কমিটির যুগ্ন আহবায়ক মোয়াজ্জেম হোসেন আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জেএসডি’র সভাপতি কমরেড আইয়ুব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শাহাবুল ইসলাম সরকার, উপজেলা বাসদের সমন্বয়ক কমরেড রফিকুল ইসলাম, উপজেলা কমিউনিষ্ট পাটির সাধারণ সম্পাদক আল মোবারক আলী মামুন, দলিল লেখক রায়হানুল হক, হাতেম আলী, উপজেলা ওয়ার্কার্স পাটির নেতা কমরেড মমতাজ আলী,ভোক্তা মঞ্চের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা সেচ পাম্প মালিক সমিতি’র সভাপতি আবুল কাসেম, রিপোর্টার্স ফোরামের সহ সভাপতি শাহ আলম সরকার সাজু, উপজেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক লূৎফর রহমান, উপজেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, নকল নবিস রফিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ উপজেলা সাবরেজিষ্টার অফিসের সকল দূর্নীতি বন্ধ সহ অবিলম্বে স্থায়ী সাবরেজিষ্টার নিয়োগ করে জনদূর্ভোগ রোধে প্রশাসনের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী আশু হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]