মো: হোসাইন আজাদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। আটক মহিলা সাঘাটা উপজেলার দলদলিয়া (বোনারপাড়া) গ্রামের সহিদের স্ত্রী পিয়ারা বেগম (২৫)। আটকের সময় তার কোলে ২ বছর বয়সী ছেলে শিশু ছিল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক সড়কের বাদগা ফার্ম এলাকায় সাহেবগঞ্জ পুলিশ বক্সের সামনে হাইওয়ে টহল টিম অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর হতে বগুড়াগামী যাত্রীবাহী খলিল পরিবহনে (ঢাকা-মেট্টো-জ-১৪-০০৫৬) ডি-২ সিটে তল্লাশি চালালে প্রায় ৭’শ গ্রাম গাঁজাসহ পিয়ারা বেগমকে আটক করা হয়। পরে তাদের গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় আনা হয়। আসামী পিয়ারা বেগমের ২ বছর বয়সী একটি ছেলে শিশু রয়েছে।
এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]