নাজমুল হোসেন, রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় প্রায় ১৮ জন মতো তৃতীয় লিঙ্গের সদস্যরা রয়েছে। এ সকল তৃতীয় লিঙ্গের সদস্যরা পরিবার থেকে বিচ্ছিন্ন। সারাদিন দৌলতদিয়া লঞ্চঘাট,ফেরিঘাটে ও মানুষের বাড়িতে বিভিন্ন রকমেরআনন্দ বিনোদন দিয়ে দুবেলা দুমুঠো পেটের ভাত জোগাড় করেন।সইতে হয় মানুষের লাঞ্ছনা বঞ্চনা তারপরও তাঁদের মাথা গোজার ঠাই ছিল না। এবার তাঁদের মধ্যে ৭ জনের জন্য মাথা গোজার ঠাঁই ব্যবস্থা করেছেন উপজেলা প্রশাসন।দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ায় নব নির্মিত আশ্রয়ন প্রকল্পের সরজমিনে উপস্থিত থেকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপভোগী ৭জনের হাতে আশ্রয়নের প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করেন।
তৃতীয় লিঙ্গের মানুষের জন্য নির্মিত করা প্রায় ৫০০ ফুটের প্রতিটি ঘরে থাকবে একটি বারান্দা, একটি রান্নাঘর, একটি টয়লেট, ও দুটি (থাকার) কক্ষ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল সাঈদ মন্ডল
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ৭টি ঘর এখানকার ২০ শতাংশ খাস জমিতে অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করে দেওয়া হয়েছে। আশাকরি ৭টি ঘরে মধ্যে ওদের দলে ১৮-২০ জনের মতো যার আছে সবাই মিলেমিশে এক সাথে থাকতে পারবে। সমাজের লোকজন ও তাঁদেরকে মানুষ হিসেবে আন্তরিকতার সাথে গ্রহণ করবে। তৃতীয় লিঙ্গের সবাই এখন থেকে আরো সম্মানের সহিত জীবন যাপন করতে পারবেন। আমরা তাঁদের যে কোনো প্রয়োজনে সর্বক্ষণিক পাশে থাকবো।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]