নাজমুল হোসেন রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ
”মালিক শ্রমিক গরবো দেশ স্মার্ট হবে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আব্দুর রাজ্জাক শেখ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আবির হোসেন ফজলুর সঞ্চালনায়, বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে একটি
বর্ণাঢ্য র্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভ অনুষ্ঠিত হয়।
অপরদিকে,রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১৭২৭ এর উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৪ ইং উদযাপন উপলক্ষে মোহাম্মদ শহীদ মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইসলাম মোল্লার সঞ্চালনায়
শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে মৃত্যু সকল শ্রমিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, সাবেক ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন, আমেরিকা প্রবাসী সিরাজুল ইসলাম (সিরাজ), গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল নেতাকর্মী ও সকল সদস্যগণ সহ সকল শ্রেণীর পেশার মানুষ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগো শহরের হেগ মার্কেটের শ্রমিকরা
আট ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ঐদিন তাদের আত্মদানের মধ্য দিয়ে
শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা হয়েছিল।
মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের এক অনন্য দিন। আমরা এই দিনে বাংলাদেশ সহ বিশ্বের সব শ্রমজীবী মানুষের
ন্যায্য সংগ্রামের প্রতি। এবং তাদের শ্রমের ন্যায্য মূল্যের দাবি জানাই । মেহনতী মানুষের শ্রম ও ঘামে আমাদের দেশে ও সভ্যতা গড়ে উঠেছে।
আমরা এই দিনে সব মেহনতী মানুষের সর্বাঙ্গীণ
সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি। সারাদেশে প্রতিনিয়তই শ্রমিকগণ কাজের জন্য ঘর থেকে বের হয়ে লাশ হয়ে ফিরে আসছে। যারা শ্রম দিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন তাদের পরিবার পরিজনদের
প্রতি সরকার ও শ্রম মালিকদের সহযোগিতা করার পদাত্ত আহবান করছি। শ্রমজীবীদের আত্মত্যাগ এবং মহান মে দিবসে যারা আমেরিকার শিকাগোতে আত্মহতি দিয়েছিলেন, সেই শহরের শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক শেখ এর সমাপনী বক্তব্য শেষে অনুষ্ঠান শেষ করা হয়।