নাজমুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ সারা দেশে ন্যায় গোয়ালন্দে হিন্দু ধর্মাবলম্বীদের উদযাপিত হয়েছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মতিথি গত বছর অনেকটা ঘরোয়া ভাবে জন্মাষ্টমীর আয়োজন করা হলেও এবার তা থাকছে সমাবেশ। আনন্দ শোভাযাত্রাসহ মন্দির প্রাঙ্গণে ভক্তদের আমন্ত্রণ। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস,প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাগ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে এদিনে এক যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হিন্দু ধর্মের প্রবর্তক ভগবান শ্রীকৃষ্ণ কিংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবর বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন। হিন্দু পুড়ান মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি সত্য সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল,তখন সেই শক্তিকে দমন করে মানবজাতি কল্যাণ এবং ন্যায়নীতি প্রাতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিলো। তাদের আরো বিশ্বাস,দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য সুন্দরকে প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে গোয়ালন্দের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণ আবির্ভাব তিথি। শুভ জন্মাষ্টমী উপলক্ষে গোয়ালন্দের বালক সমিতির মন্দির কমিটির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় কর্মসূচিসহ শুক্রবার ১৯শে আগষ্ট বিকেলে ৫টায় শত শত ধর্ম প্রাণ নারী_পুরুষ ভক্ত বৃন্দদের উপস্থিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোয়ালন্দ পদ্মার মোড় হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মঠমন্দির হয়ে হাইওয়ে দিয়ে বালক সমিতির মন্দিরের এসে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে নিরাঞ্জন কুমার আগরওয়ালার সঞ্জালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন,পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার,গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ উপজেলা হিন্দু ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চক্রবর্তী,গোয়ালন্দ উপজেলা হিন্দু ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কমল কুমার শাহা,প্রমুখ। আনন্দ শোভাযাত্রা শেষ ভক্ত বৃন্দদের মাঝে প্রাসাদ বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]