নাজমুল হোসেন, রাজবাড়ি জেলা প্রতিনিধিঃদ্বিতীয় ধাপে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব
মোস্তফা মুন্সী, উপজেলা আ'লীগের সিনিয়র
সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ও মোঃ সেলিম মুন্সী মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ'লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ন কবির পলাশ, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান চৌধুরী ও মোঃ আব্দুল বাতেন অনলাইনে মনোনয়ন জমা দেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালেহা আক্তার বুলবুল, মোছাঃ নার্গিস পারভীন ও মোছাঃ আফরোজা রাব্বানী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১ লক্ষ ১ হাজার ১৪৩ জন নারী ও পুরুষ ভোটার রয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আজ রোববার মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। উপজেলা পরিষদের তিনটি পদে মোট ৯ জন প্রার্থী অনলাইনে মনোননয়ন জমা দিয়েছেন। নির্বাচন কমিশিনের তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই ও আপীল নিষ্পত্তি শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০শে এপ্রিল, প্রতীক বরাদ্দ ২রা মে। ভোটগ্রহণ হবে ২১শে মে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]