কিছুতেই গোলের দেখা পাচ্ছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। সব মিলিয়ে টানা ৯ ম্যাচ এ অবস্থার মধ্যে রয়েছেন তিনি। যার প্রভাব পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের উপর। শনিবার রাতে সাউথ্যাম্পটনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও দলটি খেয়েছে হোঁচট। যে কারণে আরেকবার পয়েন্ট হারিয়েছে তারা।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছে স্বাগতিকরা। এ নিয়ে লিগে টানা দুই ম্যাচ ড্র করল রালফ রাংনিকের দল।
ঘরের মাঠে শনিবার শুরু থেকে দারুণ খেলছিল ম্যানইউ। রোনালদো-স্যানচো জুটি সাউথ্যাম্পটনের রক্ষণে ভীতি ছড়াতে থাকে। সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগও পায় ইউনাইটেড। তবে রোনালদোর কোনাকুনি শট আটকান রোমাঁ পেরুদ। দুই মিনিট পর স্যানচোর শট ফেরান গোলরক্ষক।
চাপ ধরে রেখে ২১তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের দারুণ থ্রু পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মার্কাস র্যাশফোর্ড আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন দূরের পোস্টে থাকা স্যানচোর উদ্দেশে। তার সামনে থাকা এক ডিফেন্ডার স্লাইড করে ক্লিয়ার করতে ব্যর্থ হলে নিখুঁত টোকায় সুযোগ কাজে লাগান এই ইংলিশ ফরোয়ার্ড।
বিরতির আগে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল সাউথ্যাম্পটন। কিন্তু ৪১তম মিনিটে বক্সের ভেতর থেকে স্টুয়ার্ট আর্মস্ট্রংয়ের একটু লাফিয়ে উঠে নেওয়া সাইড ভলি ফেরান ম্যানইউ গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের শুরুতে বল মাঠে গড়ানোর দ্রুত সময়ের মধ্যে সমতা ফেরায় সাউথ্যাম্পটন। মোহামেদ ইউনুসির থ্রু পাস ধরে চে অ্যাডামসের কোনাকুনি শট দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।
৬১তম মিনিটে দুটি শট ফিরিয়ে ইউনাইটেডের হতাশা বাড়ান সাউথ্যাম্পটন গোলরক্ষক ফ্রেসার ফস্টার। শুরুতে রোনালদোর শট ফেরানোর পর দিয়োগো দালতের শটও আটকান তিনি। এরপর পগবাও ছোট বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হন।
৭২তম মিনিটে ফের্নান্দেসের ফ্রি কিকে স্যানচোর হেডে বল জালে জড়ালেও রোনালদো অফসাইডে থাকায় গোল হয়নি। যে কারণে আরেকবার পয়েন্ট হারানোর বেদনা নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
এ ড্রয়ে ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে গেল ম্যানইউ। শীর্ষে থাকা সিটির পয়েন্ট ৬০।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]