গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে মানসের মাদক বিরোধী আলোচনা সভা ও উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত। মাদকদ্রব্য ও নেশা বিরোধ সংস্থা -মানস মাদকবিরোধী আন্দোলনসহ নানা কর্মসূচি বছরজুড়ে আয়োজন করে থাকে। মাদকদ্রব্য ও নেশা বিরোধ সংস্থা -মানস,গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও গোয়াইনঘাট উপজেলা কমিটির অভিষেক।
মাদকদ্রব্য ও নেশা বিরোধ সংস্থা -মানস,গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, মাদকদ্রব্য ও নেশা বিরোধ সংস্থা -মানস,সিলেট জেলা শাখার সভাপতি হেলাল আহমদ। গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলেমান উদ্দিন, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি দুলাল আহমেদ, মানস গোয়াইনঘাট উপজেলা শাখার সহসভাপতি আলিম উদ্দিন প্রমুখ।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, সর্বনাশা নেশার চোরাস্রোতে তলিয়ে যেতে বসেছে আমাদের তরুণ সমাজ। মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা, কিন্তু সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন না। মাদক পাচার এবং মাদকাসক্তির হার কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকার। সরকারকে সম্ভাব্য সব রকমের সহায়তা দিচ্ছে জাতিসংঘ। তবে এ পাপের আগ্রাসন ঠেকানোর জন্য আজ জরুরি হয়ে পড়েছে সবার সম্মিলিত উদ্যোগ, মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে সবার মধ্যে সচেতনতা তৈরি। মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে দূরে রাখতে কাজ করছে মানস।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]