রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
গোয়াইনঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন স্বামী আটক
শাহ আলম,গোয়াইনঘাট প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
সিলেটের গোয়াইনঘাটে নিজের স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামীকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তি বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শ গ্রামের মনসব আলীর ছেলে সিদ্দিক মিয়া।স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শ গ্রামের মনসব আলীর ছেলে সিদ্দিক মিয়ার সাথে গোয়াইনঘাট উপজেলার বীরকুলি হাওর গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে আলিমা বেগমের বিয়ে হয়। বর্তমানে সিদ্দিক-আলিমা দম্পতির ঘরে ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিগত দিনগুলো ভাল কাটলেও সম্প্রতি তাদের মাঝে পারিবারিক কলহ সৃষ্টি হয়।গত দুই তিনদিন আগে সিদ্দিক মিয়া তার স্ত্রীকে নিয়ে গোয়াইনঘাটের বীরকুলি গ্রামে শশুর বাড়িতে বেড়াতে আসে। এরই মাঝে গত বুধবার (১২ মে) রাতে শশুর বাড়িতে অবস্থানকালীন সময়ে সিদ্দিক মিয়ার সাথে তার স্ত্রী আলিমা বেগমের কথা-কাটাকাটি হয়। যার এক পর্যায়ে সিদ্দিক মিয়া তার স্ত্রী আলিমা বেগমকে ধারালো ছুরি দিয়ে উপর্যপুরি আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আলিমা বেগম ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে গোয়াইনঘাট থানা পুলিশ সদস্যরা তৎপর হয়ে উঠে। পলাতক সিদ্দিক মিয়াকে আটক করতে থানা পুলিশের একাধিক টিম মাঠে নামে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পার্শ্ববর্তী উপজেলা কোম্পানীগঞ্জের খাগাইল এলাকা থেকে সিদ্দিক মিয়াকে আটক করে পুলিশ।এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহত আলিমা বেগমের স্বামী ঘাতক সিদ্দিক মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ডটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.