মোজাম্মেল হক, গোয়ালন্দ(রাজবাড়ী) উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গোয়ালন্দ উপজেলার ভূমি অফিসে পালিত হচ্ছে পূর্ণদিবস কর্মবিরতি। গতকাল ১৫ নভেম্বর রবিবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।
গোয়ালন্দ ভূমি অফিস কার্যালয়ের সম্মুখে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।
সমিতির রাজবাড়ী জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম পাঞ্জাতন বলেন, বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা মাঠ প্রশাসনে কর্মরত চাকরিজীবীদের পদ-পদবী ও গ্রেড পরিবর্তন অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগবিধি প্রণয়নের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য এই কর্মবিরতি চলছে।
একই দাবিতে আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর, ২২ থেকে ২৬ নভেম্বর ও ২৯ থেকে ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চত্ত্বরে ব্যানার, পোস্টারসহ অবস্থান কর্মসূচি পালিত হবে।
তিনি বলেন আরো, আমাদের এই যৌক্তিক দাবি পূরণ না করা হলে আগামী ৫ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশ করা হবে। আমরা চাই না আমাদের কর্ম ফেলে রেখে বাইরে আন্দোলন করি। তাই আমাদের দাবি মেনে নিতে উদাত্ত আহ্বান জানাই।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ আলাউদ্দিন মিয়া, অফিস সহকারী আতাউর রহমান, ইউওন অফিসের সুপার এসএম আসলাম সহ প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]