মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
নিষেধাজ্ঞা অমান্য করে গোয়ালন্দের পদ্মায় মা ইলিশ শিকার করার অপরাধে রোববার ৪ জেলেকে করাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ করা হয় বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় এখন পদ্মার মাছ ধরার ব্যাপারে সরকারী নিষেধাজ্ঞা চলছে। এরই অংশ হিসেবে রবিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করা হয়। আটককৃত চার জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২১ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়া ভ্রাম্যমান আদালতের নির্দেশে জব্দকৃত বিপুল পরিমান অবৈধ কারেন্টজাল ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]