হলি সিয়াম শ্রাবণ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ “নৈঃশব্দ্য ভেঙ্গে জেগে উঠো দ্রোহে” এই শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে গৌরীপুর শাখা সংসদ। এ উপলক্ষে শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় উদীচী ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন উদীচী গৌরীপুর সংসদের উপদেষ্ঠা মজিবুর রহমান ফকির ও সংগঠনের পতাকা উত্তোলন করেন শাখা সংসদের সভাপতি পলাশ মাজহার।উদীচী সভাপতি পলাশ মাজহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচীর উপদেষ্ঠা মোঃ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শচীন বিশ^াস, সদস্য আব্দুল লতিফ, যুবনেতা আলী আশরাফ আবীর প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ওস্তাদ এম এ হাই, শিল্পী প্রদীপ সরকার রানা, উজ্জল চন্দ্র দাস, শামীমা খানম মীনা, যুবনেতা এম হাসান শুভসহ আরো অনেকেই।এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন আমিরুল মোমেনীন, আশিকুর রহমান রাজীব, অনিল সরকার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]