হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ জেল হত্যা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবী জানিয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের বীর মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল ১১টায় আয়োজিত আলোচনা সভায় যৌথভাবে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধার সন্তানগণ এ দাবী করেন।এ দিবসটি উদযাপন উপলক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মোঃ আজাদ হীরার সভাপতিত্বে ও সংগঠনের পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আঃ মুন্নাফ, বীর মুক্তিযোদ্ধ মোখলেছুর রহমান, আবুল কালাম আজাদ, তোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র প্রমুখ।এ সময় বক্তারা দাবী করে বলেন, এ দিবসটিকে জাতীয় দিবস করার সরকারের প্রতি দাবী জানান।এছাড়াও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচী পালন করে।