প্রিন্স আরিফ খান, মেহেরপুর জেলা প্রতিনিধি: সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলা সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে শ্যামপুর ইউনিয়নের ১৯০ জনকে ১ লক্ষ ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৯৯ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ করেন।
খুলনা বিভাগীয় সমবায় অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও যুগ্ম-নিবন্ধক মিজানুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রবাস চন্দ্র বালা,জসিম উদ্দিন, উপকারভোগী আবুল হোসনে, সামছুন নাহার। পরে মেহেরপুর জেলা সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের সুবিধা সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়।চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি ,মেহেরপুর জেলা সমবায় অফিসের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার, সহ সমবায় অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী বিন্দু ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।