রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
গড়ভাঙ্গা এলাকায় সাইকেল চোরের উংপাত বৃদ্ধি আইন শৃঙ্খলার অবনতি
কেশবপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ যশোরের কেশবপুরের ৭নং পাজিযা ইউনিয়নের ২ নং ওয়ার্ড গড়ভাঙ্গা এলাকায় চোরের উপদ্রপ বৃদ্ধি পাওয়ার ফলে এলাকার বাসিন্দারা উৎকন্ঠার ভিতরে দিনযাপন করছে। গত ১৫ দিন আগে উজ্জ্বল গাজীর বাইসাইকেল টি বাড়ির ভিতর থেকে চুরি হযে যায় যাহার সন্ধান আজপর্যন্ত পাওয়া যায় নাই। হত কাল শুক্র বার রাতে আবারও একই ঘটনা ঘটে । যানা যায় শিমুল দফাদারের বাইসাইকেল টি ঘরের বারান্দা থেকে চুরি করে নিয়ে যায় ঐ সাথে জুতা ও অনন্য জিনিস পএ চুরি হয়ে যায় বলে জানান শিমুল দফাদার। রাত ৯/১০ টারদিকে রাতের খাবার খেযে শুয়ে পড়েন। ঘরের বারান্দায় বাইসাইকেল টি রাখা ছিল।বারান্দায় বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে দেওয়া ছিল। বাতি জ্বালানোর মধ্যেই বাইসাইকেল টির সাথে অন্যন্য মালামাল চুরি করে নিয়ে চলে যায় । আনেক খোজা খুজির পর কোন সন্ধান পাওয়া যায় নাই।শিমুর দফাদার এলাকার চৌকিদার হাসান মোড়লকে বিষয় টি জানান। এবং এলাকার মেম্বার আব্দুল আহাদ আলবাহার কে বিষয়টি অবহিত করেন। শিমুল দফাদার সামান্য একজন দোকানের কর্মচারি হওয়ার কারনে বাইসাইকেল টি চুরি যাওয়ায মানুষিক ভাবে ভেঙে পড়েছেন । তাহার বাইসাইকেল কেনার মতো সামর্থ্য নেই। উক্ত এলাকায় পর পর দুটি চুরির ঘটনায় গড়ভাঙ্গা এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বরে জানা যায়। এলাকার মানুষের দাবি এই চুরির আতঙ্কের হাত থেকে রেহায় দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.