বিধান রায়, (টাঙ্গাইল) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ঘাটাইলে অবৈধ জর্দা কারখানায় অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ মে) বেলা দুইটায় পৌরসভার চতিলা (শিমলা) গ্রামে মফেল চৌধুরী নামক জনৈক এক ব্যাক্তির বাড়ি এ অভিযান চালিয়ে অনুমোদনহীন জর্দা তৈরি কারখানার সন্ধান পায় র্যাব। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজি: ও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার কারখানার মালিক মফেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ট্রেড মার্ক জালিয়াতি করে সুর্য রতন পাতি জর্দা তৈরি করায় ১ হাজার ৩৯২ প্যাকেট জর্দা জব্ধ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।এ অভিযান পরিচালনা করেন। জানতে চাইলে নির্বাহী ম্যাজি: ও ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, বিধিমালা লংঘন করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল জর্দা তৈরি করায় ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০০৫-এর বিধান মতে আর্থিক দন্ড দিয়ে অবৈধ মালামাল ধ্বংশ করে ফেলা হয়। এ সময় টাঙ্গাইলের র্যাব-১২ উপপরিচালক আখতারসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।