হাবিবুর রহমান হাবিব,ঘাটাইল(টাংগাইল)প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
সোমবার (১৪ জুন) বিশ্বসাহিত্য কেন্দ্রের টাঙ্গাইল ইউনিট আয়োজিত অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ঘাটাইল উপজেলার সদরের উইজডম ভ্যালি স্কুল মিলনায়তনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূঁইয়াপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের টাঙ্গাইল ইউনিটের পরিচালক আব্দুল মতিন।আব্দুল মতিন বলেন, করোনার থাবায় বিশেষভাবে শিশুরা ক্ষতিগ্রস্ত । এই বন্ধ সময়ে তাদের মননশীলতা বিকাশের জন্য আমরা আবৃত্তি, গান, নাচ কবিতা লেখার প্রতিযোগিতার আয়োজন করেছি। এতে শিশুদের অবসর সময়টা ভালো কাটছে বলে অভিভাবকরা জানিয়েছেন।আলোচনা শেষে উপজেলার ১২ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার হিসাবে প্রত্যেক শিশুকে বয়স উপযোগী বই দেয়া হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, উইজডম ভ্যালির পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক, সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নাহার বাবলী প্রমুখ।
৬ views