বিধান রায়, টাঙ্গাইল প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঘাটাইল উপজেলার নিয়ামতপুর গ্রামে মুতাওয়াল্লী ইঞ্জিনিয়ার মোশারফের হোসেনের বিরুদ্ধে মসজিদের নামে জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছে গ্রামবাসী।শুক্রবার সকাল ১১টায় উপজেলার নিয়ামতপুর মোড়ে এ মানববন্ধব অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েতশত মানুষ অংশ গ্রহন করে।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নিয়ামতপুর জামের মসজিদের সভাপতি এ্যাড মাহবুুর রহমান খান মিল্টন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মোঃ আলমগীর হোসেন , হাসমত আলী, আব্দুল আলীম, আবু হানিফ সহ স্থানীয় নেতৃবৃন্দ।মানববন্ধনে উপস্থিত বক্তরা বলেন ,এলাকাবাসীকে ফাঁকি দিয়ে ওই মসজিদের ৫ কোটি মূল্যের মূল্যের ১৩ দশমিক ৯১ একর জমি সুকৌশলে নিজের নামে রেকর্ড করে নেন মোতোয়াল্লী ইঞ্জিনিয়ার মোশারফের হোসেন। এর প্রতিবাদ জানাতেই মানববন্ধন করেছেন এলাকা বাসী। মসজিদ কমিটির সভাপতি এ্যাড মাহবুুর রহমান খান মিল্টন বলেন, নিয়ামতপুর গ্রামের কাজী ইয়াকুপ উদ্দিন মিয়া ৫ কোটি টাকা মূল্যের তার ১৩ দশমিক ৯১ একর জমি নিয়ামতপুর গ্রামের মসজিদের নামে ওয়াকফ করে দেন। সেই ওয়াকফকৃত সকল সম্প্রতি জালিয়াতি ও প্রতারণার করে বর্তমান হাল বি,আর, এস ২৩৪ খতিয়ানে রেকর্ড করিয়ে আত্মসাৎ করেছে। উক্ত ওয়াকফকৃত সম্পত্তি রেকর্ড সংশোধন করে মসজিদের নামে দেওয়ার মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]