ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জেটিতে জাহাজ ফেরত আনা হচ্ছে। আজ দুপুরের মধ্যে সব জাহাজে জেটিতে ফেরত আনা হবে। বন্দরে সব কার্যক্রমও শুরু হয়েছে।গতকাল সকালে আবহাওয়া অধিদপ্তর বিপৎসংকেত জারি করে। পরে বন্দরে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার সতর্কতা ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়। অ্যালার্ট-৩’ অনুযায়ী, জেটি থেকে সব জাহাজ সাগরে পাঠিয়ে দেওয়া হয়। দফায় দফায় বৈঠক করেন বন্দর কর্মকর্তারা। তাঁরা ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে বন্দরকে রক্ষায় নানা ধরনের পদক্ষেপ নেন।
ঘূর্ণিঝড়ের সময় জেটিতে জাহাজ রাখা হলে ঢেউ ও ঝড়ে জেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। জাহাজ ডুবে চ্যানেল অচল হয়ে যেতে পারে। এ জন্য ঘূর্ণিঝড়ের আগে সব জাহাজ সাগরে পাঠিয়ে দেওয়া হয়। সাগরে ঢেউ বা ঝোড়ো বাতাসে জাহাজ ভারসাম্য রক্ষা করে থাকতে পারে।বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ গতকাল সন্ধ্যায় উপকূলে আঘাত হানে। আর মূল কেন্দ্র উপকূলে আঘাত হানে রাত ৯টায়। বৃষ্টি ঝরিয়ে শক্তি হারিয়ে ইতিমধ্যে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে সিত্রাং।