রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে গোয়ালন্দে শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত
মোজাম্মোল হক,গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ২টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।গাছপালা ভেঙে গেছে এবং অনেক গাছাপালা উপড়ে পড়েছে। কয়েক একর জমির ফসলও (পাট, তিল) বিনষ্ট হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মে) ভোর সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। দক্ষিণ-পূর্ব থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘূর্ণিঝড়ে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ছাহের মন্ডল পাড়া ও দরাপের ডাঙ্গি গ্রামের ২৯ পরিবারের প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। সাথে অনেক গাছপালা উপড়ে পড়ে। গরু ছাগল, হাস মুরগী ও ঘরের টিনসহ উড়িয়ে নিয়ে পাশের নদীতে ফেলে যায়। নারী, শিশু ও ছাগল, মাটির মধ্যে পুতে রেখে যাওয়ার মত ঘটনা ঘটেছে বলে জানাযায়। এতে পশুসহ অনেকেরই হাত পা ভেঙ্গে গেছে বলেও জানাযায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। খবর পেয়ে আজ সকালে গোয়ালন্দ উপজেলা কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও শিশু খাদ্য বিতরণ করেন। এবং পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু সাইদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিল মো. নাসির উদ্দীন রনি প্রমূখ। উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল হোসেন ফকির তাতক্ষনিক ভাবে ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ১ বস্তা করে (৩০ কেজি) চাউল প্রদান করে। সরকারি সহযোগিতা (বরাদ) পেলে যতদ্রুত সম্ভব তা পৌছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.