এস এম আরিফুল ইসলাম জিমন ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আগামী ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপে দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন ১ নং বুলাকীপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মোঃ সদের আলী খন্দকার, বর্তমান চেয়ারম্যান মাহফুজুর রহমান লাভলু (স্বত্বন্ত্র), মোঃ আশরাফুল ইসলাম (স্বত্বন্ত্র), সাবেক চেয়ারম্যান মোঃ মফাজ্জল হোসেন প্রধান (স্বত্বন্ত্র)। ২ নং পালশা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত সাবেক চেয়ারম্যান কাজী মাকসুদুর রহমান লাবু চৌধুরী, বর্তমান চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান (স্বত্বন্ত্র), কাজী ইসমেত আহম্মেদ রুশদ্ চৌধুরী (স্বত্বন্ত্র), এ কে এম মনিরুজ্জমান (স্বত্বন্ত্র), মোজাম্মেল হক (স্বত্বন্ত্র), জাতীয় পার্টি মনোনীত মামুনুর রশিদ ওরফে শরিয়ত প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ইউসুফ আলী। ৩ নং সিংড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত আব্দুল মান্নান মন্ডল, সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেন (স্বত্বন্ত্র), খন্দকার রুহুল আমিন মিঠু (স্বত্বন্ত্র), প্রভাষক সাজ্জদ হোসেন (স্বত্বন্ত্র), মনিরুল ইসলাম মনি (স্বত্বন্ত্র), সৈয়দ মাহাবুবুর রহমান হীরক (স্বত্বন্ত্র), মোছাঃ কোহিনুর আক্তার (স্বত্বন্ত্র)। ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত আসাদুজ্জামান ভুট্টু, বর্তমান চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ (স্বত্বন্ত্র), আলী খোকন অভি (স্বত্বন্ত্র), মাহাবুবুর রহমান (স্বত্বন্ত্র), মোস্তাকিম রহমান (স্বত্বন্ত্র), এ কে এম জলিল মন্ডল (স্বত্বন্ত্র) ও মোখলেছুর রহমান (স্বত্বন্ত্র)। এ নির্বাচনে উপজেলার ৪টি ইউনিয়নে ৩৬ টি কেন্দ্রে ৭৮ হাজার ৫৪৩ জন ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)- এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]