এস এম আরিফুল ইসলাম জিমন ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বে-সরকারি উন্নয়ন সংস্থা নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এনডিএফ এর আয়োজেেন সংস্থার কার্য্যালয়ে ৩ দিন ব্যাপী গবাদী পশু-পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে সংস্থার ঘোড়াঘাট শাখার ম্যানেজার মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ মোছাঃ রুমানা আকতার রোমি, বিশেষ অতিথি হিসেবে এনডিএফ-এর প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন সাহা।প্রশিক্ষণের মুল সহায়ক প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ মোছাঃ রুমানা আকতার রোমি বলেন, দেশের অধিকাংশ লোক কৃষক ও বেকার। কৃষি নির্ভর এই দেশের কৃষি উৎপাদনে গবাদি পশু গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। আমিষের চাহিদা পুরণে মাংসের যথেষ্ট অভাব রয়েছে, এ ছারাও যুব সমাজ তথা বেকারদের আত্ব-কর্মসংস্থান এ গরু মোটা তাজাকরন একটি অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন তিনি সকলকে আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে গরু মোটা-তাজাকরন প্রকল্প গ্রহন করার আহব্বান জানান। তিনি আরো জানান গাভীর দুধ সুস্বাদু ও পুষ্টিকর আদর্শ খাদ্য যা জাতীর মেধা বিকাশের জন্য প্রয়োজন। গাভী পালনের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র হ্রাসকরণসহ অর্থনৈতিক সচ্চলতা বৃদ্ধির সুযোগ রয়েছে।আধুনিক পদ্ধতি অবলম্বন করা হলে গোবর থেকে জৈব সার এবং বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। এর মাধ্যমে নিজস্ব জ্বালানী চাহিদা মেটানো যায়, পরিবেশ সংরক্ষনে ভূমিকা রাখা যাবে এবং গবাদিপশু পালনকারীগণ অর্থনৈতিকভাবে সচ্চল হবে।এ সময় তিনি পরিবারে সচ্ছলতা আনার পরামর্শ প্রদান করেন এবং প্রাণিসম্পদ পালনে যেকোন সহযোগীতা ও পরামর্শর জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করার আহব্বান জানান।প্রশিক্ষণে উপজেলার ০৪ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন।