ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৯৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে গরু, গহ নির্মাণ সামগ্রী- ইট, সিমেন্ট, ঢেউটিন সহ গোখাদ্য ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১১০ জন প্রতিবন্ধী ও ভিক্ষুককে পূনর্বাসনের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) সকালে ঘোড়াঘাট সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক সুবিধাভোগীদের মাঝে গরু সহ এসব উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহিনুর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রোমানা আকতার রোমী, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাকিবা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, রুশিনা সরেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]