এস এম আরিফুল ইসলাম জিমন ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে জোর-জবরদস্তি করে স্কুলের নিজস্ব জমি থেকে ধান কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ধান কেটে নেওয়ার অভিযোগ করে স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, ১৯৯৫ সালে স্থাপিত জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতিতে ঈর্ষান্বিত আবুল খায়ের, আব্দুর রাজ্জাক, রুহুল আমিন সহ কতিপয় স্থানীয় ব্যক্তি স্কুলের ক্ষতিসাধন ও বিভিন্ন মামলা মোকদ্দমা ও বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যকলাপ চালিয়ে স্কুলের ক্ষতিসাধন করে আসছে। তারা গত ৭/০৭/২০২১ ইং তারিখে স্কুলের জমি দখলের চেষ্টা করলে আমি বাধা দিতে গেলে আমাকে হত্যার উদ্দেশ্য আমার মাথায় উপর্যুপরি আঘাত করে মারাত্মক করে। তারা এতেও ক্ষান্ত না হয়ে গত মঙ্গলবার স্কুলের রোপনকৃত ৭৯ শতাংশ জমির আমন ধান জবরদস্তি কেটে নিয়ে স্কুলের চরম ক্ষতিসাধন করেছে। এ বিষয়ে ঘোড়াঘাট থানায় অভিযোগ করা হয়েছে। এ সমস্ত ভুমিদস্যুদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।এ সময় সংবাদ সম্মেলনে স্কুলের সহকারী প্রধান শিক্ষক মেছবাহুল ইসলাম চৌধুরী, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী সহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]