ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
''সকালে ডিম বিকালে দুধ, ছেলে মেয়ে হবে রাষ্ট্রের দূত'' এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে, দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করেন, প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের পক্ষে বিশেষ অতিথি ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রুমানা আক্তার রোমী। উদ্বোধন শেষে এক আলোচনা সভায় ডাঃ রুমানা আক্তার রোমীর স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথি সহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, কে. এস চৌধুরী সমন্বিত খামার- এর স্বত্বাধিকারী কাজী আবু সায়াদ চৌধুরী, নেসার ডেইরি ফার্মের স্বত্বাধিকারী শাহ নেওয়াজ আহমেদ প্রমুখ।অনুষ্ঠানে অতিথিরা গরু, মহিষ, ছাগল, ভেড়া, কবুতর, হাস-মুরগির ফার্ম, ঔষধ, গোখাদ্য সহ দুগ্ধজাত পণ্যের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এছাড়াও অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে নেছার ডেইরি ফার্মের স্বত্বাধিকারী শাহ নেওয়াজ আহমেদ ও দুগ্ধজাত পণ্য ক্যাটাগরিতে কে.এস চৌধুরী সমন্বিত খামার- এর স্বত্বাধিকারী কাজী আবু সায়াদ চৌধুরী সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬ জনকে পুরষ্কার প্রদান করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]