ঘোড়াঘাট,দিনাজপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় স্যালোইঞ্জিন চালিত বালু ভর্তি একটি ট্রলির সাথে ধাক্কা লেগে এক ভ্যান চালক নিহত হয়েছে।
বুধবার (৩১ মার্চ) বিকেল ৫টা দিকে এই দূর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার এএসআই সারোয়ার জাহান।
নিহতো ব্যক্তি ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকীপুর ইউপি’র বেগুনবাড়ি উদায়ধুল গ্রামের মৃত নূর আলমের পুত্র দিলদার রহমান (৬০)।
জানা যায়, ভ্যান চালক দিলদার রহমান উপজেলার নুনদহ ঘাট থেকে ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে রানীগঞ্জের নুরপুর এলাকায় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বালু বোঝাই ট্রলি ধাক্কা দেয়। এ সময় ট্রলির হেলপার ভ্যান চালক দিলদারকে গুরুতর জখম অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর নেওয়াজ আহমেদ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলি ও ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং রাতেই দিলদার রহমান এর লাশটি পরিবার এর কাছে হস্তান্তর করা হয়েছে।