ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে এক ইউপি সদস্যর বিরদ্ধে প্রতিবন্ধী ভাতার
চেক আটক রেখে ৫ হাজার টাকা দাবীর অভিযোগ উঠেছে। এ বিষয়ে
ভুক্তভোগীর মাতা বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর
একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০/০৪/২০২১ ইং তারিখে
ঘোড়াঘাট উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের
পাটশাও গ্রামের শাপলা বেগমের প্রতিবন্ধী শিশু কন্যা বৈশাখী খাতুন
উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ১১ হাজার ২৫০ টাকার
প্রতিবন্ধী ভাতার চেক পায়। ওই টাকার মধ্যে ৫ হাজার টাকা দিতে হবে
মর্মে একই ওয়ার্ডের ইউপি সদস্য হারুন উর রশিদ চেকটি কেড়ে
নেয়। এ ব্যাপারে ভুক্তভোগী প্রতিবন্ধী শিশুর মাতা ইউপি সদস্য হারুন
উর রশিদ এর নিকট থেকে অনেক চেষ্টা করেও চেকটি ফেরত না পেয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেন।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সাথে
কথা হলে তিনি জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত
সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও ভুক্তভোগীসহ এলাকাবাসী বিষয়টি নিয়ে দিনাজপুর জেলা
প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]