এস এম আরিফুল ইসলাম জিমন ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ জন স্কুল শিক্ষার্থীদের (১২-১৮) কোভিড -১৯ টিকা (ফাইজার) প্রদান উদ্বোধনের মধ্যে দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো এই উপজেলায়।বুধবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে এ টিকার উদ্বোধন করা হয়।ঘোড়াঘাট উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় ও উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের বাস্তবায়নে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল আনোয়ার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পার্থ জ্বীময় সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে।টিকার দেয়ার উদ্ভোধনীতে ওসমানপুর উচ্চ বিদ্যালয়, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ছয়ঘট্টী দাখিল মাদ্রাসা, রানীগঞ্জ মহিলা কলেজ ও ঘোড়াঘাট মহিলা কলেজ সহ মোট ৫ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হয়।এছাড়াও লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিদিন ১০০০ শিক্ষার্থীদের টিকা প্রদানের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান ডাঃ পার্থ জ্বীময় সরকার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]