রাজধানীর উর্দুরোড চকবাজারের নোয়াখালী ভবনের প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
হঠাৎ করেই রাত সাড়ে তিনটার পরে বিকট বিস্ফোরণের শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায় এলাকাবাসীর। এসময় তারা দেখতে পান উর্দু রোডের ট্রান্সমিটার এবং নোয়াখালী ভবনটিতে আগুন জ্বলছে। পরে এ আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান নোয়াখালী ভবনসহ আশপাশে প্রায় ৫০টির মধ্যে প্লাস্টিকের কারখানা ছিল। প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ফলে আগুনের কুন্ডলী এবং কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
এর আগেও একাধিকবার আগুন লাগার কারণে নোয়াখালী ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস। নোয়াখালী ভবনসহ টিনশেড গুলোর প্রায় বেশির ভাগই অবৈধ কারখানা ছিল বলে জানান স্থানীয়রা।
আগুন নিভাতে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট কাজ করে। পানির স্বল্পতা এবং সরু রাস্তার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে তাদের। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে একটি তদন্ত কমিটি গঠন করবে বলে জানায় ফায়ার সার্ভিস।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]