1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

ইস্টার্ন রিফাইনারির জ্বালানি উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
চট্টগ্রাম থেকে এম এস মনির: ট্যাংকের মজুদ সক্ষমতা সংকটে পড়ে দেশের একমাত্র সরকারি জ্বালানি পরিশোধন কেন্দ্র ইস্টার্ন রিফাইনারির জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার শঙ্কার কথা জানিয়ে ইতোমধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) চিঠি দিয়েছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের জন্য চাহিদা দিয়েও ফার্নেস অয়েল সরবরাহ না নেয়ায় এ সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে বিপিসি। এতে করে পেট্রোলসহ বিভিন্ন গ্রেডের নানা পেট্রোলিয়াম পণ্য প্রাপ্তি নিয়েও জটিলতা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা যায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার পর চলতি বছরের মাঝামাঝি থেকে চাহিদার বেশি ফার্নেস অয়েল নেওয়া শুরু করে পিডিবির নিয়ন্ত্রণাধীন সরকারি-বেসরকারি ৪৫ বিদ্যুৎকেন্দ্র। এতে পিডিবির চাহিদা না থাকলেও চলতি বছরের প্রথম আট মাসে চাহিদার অতিরিক্ত জ্বালানি সরবরাহ দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বিপিসিকে। পরবর্তীতে গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত চাহিদা দিলেও আন্তর্জাতিক বাজারে দর পতনের পর আবার ফার্নেস অয়েল নেয়া কমিয়ে দেয় বিদ্যুৎকেন্দ্রগুলো। এতে পিডিবির চাহিদার ওপর ভিত্তি করে ফার্নেস অয়েল আমদানি করে বর্তমানে সরবরাহ দিতে না পেরে বিপাকে পড়েছে বিপিসি।

তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৮ মাসে চাহিদার বাইরে অতিরিক্ত ১২৬.৮৬ শতাংশ ফার্নেস অয়েল বেশি সরবরাহ নিলেও গত তিন মাসে চাহিদার চেয়ে ৫৩.৩৮ শতাংশ কম নিয়েছে পিডিবি। এ ধারা অব্যাহত থাকলে আলেজ (ট্যাংকের মজুদ সক্ষমতা) সংকটে পড়ে ইস্টার্ন রিফাইনারির জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে বিপিসি। সংকট সমাধানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিপিসি।

বিপিসি সূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি মিলে দেশে বর্তমানে ফার্নেস অয়েল নির্ভর ৪৬টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৬টি বেসরকারি আইপিপি (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্লান্ট) এবং ২০টি সরকারি। এ বিদ্যুৎকেন্দ্রগুলোতে মাসে ৬০ হাজার টন ফার্নেস অয়েলের চাহিদা রয়েছে। এর মধ্যে সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোতে ফার্নেস অয়েলের চাহিদা রয়েছে মাসে ১৫ হাজার টন। বেসরকারি আইপিপিগুলোতে মাসে চাহিদা থাকে ৪৫ হাজার টন। তবে আমদানি সুবিধা নিয়ে ২০১৪ সাল থেকে ফার্নেস অয়েল আমদানি শুরু করে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো। এরপর আইপিপিগুলোতে ফার্নেস অয়েল সরবরাহ বন্ধ করে দেয় বিপিসি। আইপিপিগুলোকে ফার্নেস অয়েল আমদানির সুযোগ দেওয়া হলেও শর্ত ছিল ১০-১২ শতাংশ ফার্নেস অয়েল বিপিসি থেকে নিতে হবে। কিন্তু আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কম থাকলে চুক্তির শর্ত মোতাবেক চাহিদার ১০-২০ শতাংশ জ্বালানি বিপিসি থেকে নেয়ার কথা থাকলেও নিত না।

তবে দামের তারতম্যের কারণে লোকসান কমাতে চলতি বছরের শুরু থেকে চাহিদার চেয়ে বেশি ফার্নেস অয়েল নেয়া শুরু করে পিডিবি। আবার জ্বালানির দরপতন শুরু হলে সেপ্টেম্বর থেকে চাহিদা দিয়েও উল্টো কম নেয়ায় ফার্নেস অয়েল আমদানি করে বিপাকে পড়ে বিপিসি। আবার ইআরএল থেকে পরিকল্পনামাফিক ফার্নেস অয়েল না নেয়ায় আলেজ সংকট তৈরি হয়েছে সরকারি রিফাইনারিটিতে। আলেজ সংকটের কারণে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে নিজেদের উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কার কথা জানিয়ে ১২ ডিসেম্বর বিপিসিকে চিঠি দেয় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দেয়া বিপিসির চিঠি সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পিডিবির ১ লাখ ১৭ হাজার ২৫০ মেট্রিক টন চাহিদার বিপরীতে ওই আট মাসে ২ লাখ ৬৫ হাজার ৯৯৯ মেট্রিক টন ফার্নেস অয়েল সরবরাহ নিয়েছে সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো। এতে চাহিদার তুলনায় আরও ১ লক্ষ ৪৮ হাজার ৭৪৯ মেট্রিক টন বেশি সরবরাহ দিতে হয়েছে বিপিসিকে।

প্রথম আট মাসে চাহিদার চেয়ে বেশি ফার্নেস অয়েল সরবরাহ করতে গিয়ে মজুদ সংকটে পড়ে বিপিসি। এ নিয়ে সেপ্টেম্বরে আন্তঃমন্ত্রণালয়ের এক সভার আলোচনার প্রেক্ষিতে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসে আইপিপিগুলোর জন্য ২ লক্ষ ৮৫ হাজার ৮শ টন ফার্নেস অয়েল সরবরাহের চাহিদা দেয় পিডিবি। এর মধ্যে সেপ্টেম্বর মাসে ৯১ হাজার ৮শ টন, অক্টোবরে ১ লক্ষ ১ হাজার টন, নভেম্বরে ৫৭ হাজার ৬শ টন এবং ডিসেম্বরে ৩৫ হাজার ৪শ টন ফার্নেস অয়েলের চাহিদা দেয়া হয়। এর প্রেক্ষিতে অক্টোবর ও নভেম্বর মাসে ৯২ হাজার ৩৩ টন ফার্নেস অয়েল আমদানি করে বিপিসি। কিন্তু সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে ২ লক্ষ ৫১ হাজার ২শ টন চাহিদার বিপরীতে আইপিপিগুলো মাত্র ১ লক্ষ ১৭ হাজার ১১৪ টন ফার্নেস অয়েল সরবরাহ নেয়। তিন মাসের চাহিদার চেয়ে ১ লক্ষ ৩৪ হাজার ৮৬ টন কম সরবরাহ নেয় তারা। এতে স্টোরেজ সংকট তৈরি হওয়ায় বিপিসির আমদানি সিডিউল এলোমেলো হয়ে যায়। বাধ্য হয়ে নভেম্বর মাসের ফার্নেস অয়েলের চালান জানুয়ারি-ফেব্রুয়ারিতে সরবরাহ দেয়ার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক সরবরাহকারীদের চিঠি দেয় বিপিসি। একইসাথে ডিসেম্বর মাসের আমদানির চালান বাতিলও করে বিপিসি।

এ ব্যাপারে কমিটির আহ্বায়ক বিপিসির পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) সৈয়দ মেহদী হাসান বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য পিডিবির চাহিদার প্রেক্ষিতে আমরা ইতোমধ্যে ফার্নেস অয়েল আমদানি করেছি। কিন্তু গত তিন মাসে বিদ্যুৎকেন্দ্রগুলো চাহিদার অর্ধেকও সরবরাহ নেয়নি। এতে ফার্নেস অয়েল রাখার স্থান সংকুলান হচ্ছে না।

তিনি বলেন, ইস্টার্ন রিফাইনারি তাদের উৎপাদিত পেট্রোলিয়াম প্রোডাক্টের মধ্যে বাধ্যগতভাবে দিনে প্রায় ১৫শ টন ফার্নেস অয়েল উৎপাদন করে। ফার্নেস অয়েলের আলেজ সংকট থাকলে সেক্ষেত্রে উৎপাদন বন্ধ করে দিতে হতে পারে। এতে পুরো প্লান্টই বন্ধ করে দিতে হবে। আলেজ সংকটের কারণে উৎপাদন বন্ধ করে দেওয়ার আশঙ্কার কথা জানিয়ে আমাদের চিঠি দিয়েছে ইস্টার্ন রিফাইনারি। পরবর্তীতে সমস্যাটি সমাধানের জন্য আমরা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে চিঠি দিয়েছি। এখন আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বিষয়টি সুরাহা করতে হবে।
তিনি আরো বলেন, পেট্রোলিয়াম প্রোডাক্টের চাহিদার ভিত্তিতে আমরা আমদানিসূচি তৈরি করেছি। পিডিবি যদি ফার্নেস অয়েল না নেয়, তাতে সামনে তেলবাহী জাহাজ খালাস করতে ব্যর্থ হলে বিপিসিকে ডেমারেজ গুণতে হতে পারে।
Facebook Comments
৪ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি