আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চ:ট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কিছু কর্মকর্তা-কর্মচারীর যথাসময়ে অফিসে না আসা, বিকাল ৫ টার আগেই অফিস ত্যাগ করা, কখনো অফিসে এসেই চলে যাওয়ার ঘটনা ঘটে। ফলে অফিসের অভ্যন্তরে তৈরি হয় বিশৃঙ্খলা। অনেক দায়িত্বশীলের মধ্যে বাড়ে অফিস না করার প্রবণতা। ফলে নাগরিকরা বঞ্চিত হন সেবা থেকে।তবে এবার কর্মকর্তা-কর্মচারীদের অফিস উপস্থিতি ও প্রস্থান সময় নিশ্চিত করার উদ্যাগ গ্রহণ করেছে চসিক । কর্মকর্তা-কর্মচারীদের অফিস উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার মেশিন বসানো হচ্ছে। গতকাল বুধবার থেকে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষর ‘ফিঙ্গার প্রিন্টের মাধ্যম অফিস উপস্থিতি ও প্রস্থান নিশ্চিতকরণ’ শীর্ষক চিঠি ইস্যু করেন।আজ বৃহস্পতিবার থেকে চসিকের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীকে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে অফিস উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।চসিকের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কর্মকর্তা-কর্মচারীরা ঠিক সময় অফিসে না আসলে অভ্যন্তরীণ শৃঙ্খলা নষ্ট হয় যায়। তাই এখন থেকে ফিঙ্গার প্রিন্টের মাধ্যম অফিস প্রবেশ ও প্রস্থান করতে হবে। এ ব্যাপারে একটি নির্দেশনা দেয়া হয়েছে। ইস্যুকৃত নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই কর্মরতদের নিয়মিত উপস্থিতি। তারা উপস্থিত থাকলেই নাগরিক সেবা নিশ্চিত হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]