চতুর্থধাপের ৫৬টি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের তিন শতাধিক প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন ।
ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শেষ দিন ছিল অনেকটা উৎসবমুখর। করোনা পরিস্থিতির কারনে প্রার্থী নিজে অথবা তার মনোনীত একজনের মাধ্যমে ফরম জমা দেয়ার কথা থাকলে একেক প্রার্থী ৪০ থেকে ৫০জনের মতো সমর্থক ও নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। তবে সবাইকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। চতুর্থ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ই জানুয়ারি। যাচাইবাছাই হবে ১৯শে জানুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ই ফেব্রুয়ারি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]