যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে পুনর্র্নিবাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি। গতকাল রবিবার অল্প ভোটের ব্যবধানে প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্র্নিবাচিত হন ৮০ বছর বয়সী ন্যান্সি পেলোসি।
ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট নারী আইনপ্রণেতা টানা চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন।
স্থানীয় সময় রবিবার মার্কিন প্রতিনিধি পরিষদে স্পিকার পদে ভোটাভুটি হয়। এতে ৭ ভোটের ব্যবধানে জয়ী হন পেলোসি। তিনি পেয়েছেন ২১৬ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২০৯ ভোট। ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পেলেও প্রতিনিধি পরিষদে গতবারের চেয়ে ১১টি আসন কম পেয়েছে দলটি। এবার প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা পেয়েছে ২২২টি আসন। আর রিপাবলিকানরা পেয়েছেন ২১২টি আসন।
৫ জন ডেমোক্র্যাট পেলোসিকে ভোট দেননি। গত ১৭ বছর ধরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের প্রতিনিধিত্ব করছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সময়কার নারী স্পিকার।
বিবিসি অনলাইন জানায়, চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার মধ্য দিয়ে ন্যান্সি পেলোসির প্রায় ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে একটা নতুন অধ্যায় যুক্ত হলো। তিনি আবার সংবাদের শিরোনাম হলেন।
প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের অ্যাজেন্ডা এগিয়ে নিতে ন্যান্সি পেলোসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ন্যান্সি পেলোসি বলেছেন, আমরা এমন এক কঠিন সময়ে প্রতিনিধি পরিষদের নতুন যাত্রা শুরু করেছি যখন দেশের সাড়ে তিন লাখ করোনায় মারা গেছেন আর দুই কোটির বেশি মানুষ সংক্রমিত হয়েছেন।
ন্যান্সি পেলোসি বলেন, ‘আমাদের সবচেয়ে অগ্রাধিকার হবে করোনভাইরাসকে পরাজিত করা। আমরা একে পরাজিত করব।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]