গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী ) সকালে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড চৌমুহনী বাজার সংলগ্ন রাজমিস্ত্রী চান মিয়ার পৈতৃক সম্পত্তির বসতঘরের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগে মো. খালেক জানান, আমার বড় ভাই রাজমিস্ত্রী চান মিয়া ও আমি আমাদের পৈত্রিক সম্পত্তি আব্দুল্লাহপুর মৌজায় ৪০ শতাংশ জমিতে দীর্ঘ ৫০ বছর যাবত ভোগদখলে থেকে বসতঘর নির্মাণ ও চাষাবাদ করে আসছি। কিন্তু হটাৎ করে আমাদের জমির উপর দিয়ে চাচাতো ভাই কামাল গং ও ভূমি দস্যু মো. গনি মালতিয়া গংরা জোরপূর্বক রাস্তা নির্মান করে চলাচল করেন। এদিকে গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকালে আমার বড় ভাই চান মিয়া আমাদের জমিতে মাটি কাটলে কামাল গংরা তাদের জমি দাবি করে আমাদেরকে ওই জমি থেকে উৎখাত করার চেষ্টা করেন এবং আমার বড় ভাই চান মিয়া ও তার স্ত্রী রাহিমা বেগমের উপর হামলা চালায়। পরে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।
স্থানীয় ভাবে শালিশ বৈঠক হলে জিন্নাগড়ের ইউপি চেয়ারম্যান মো.হোসেন মিয়া আমাকে রাস্তা নির্মাণ করতে বলায় আমি চান মিয়ার জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করেছি বলে জানান রাস্তা নির্মাণকারী গনি মালতিয়া।
সরেজমিনে অভিযুক্ত কামাল হোসেন সাংবাদিককের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
চরফ্যাশন থানার (ওসি) মুরাদ হোসেন বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করলে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।