জুলফিকার, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। পৈর্তৃক সম্পত্তির ভাগ ভাটোয়ারায় পিতার পক্ষ নেয়ার অভিযোগে থানা থেকে ফয়সালার বিষয় অবগত করে বাড়ি ফেরার পথে সৎভাইদের হাতে রবিবার রাত ৯টার সময় অমানষিক নির্যাতনের শিকার হয়েছে নুর সলেমান । এ সময় নির্যাতনের ভিডিওটি সোস্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। শশীভুষণ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা শিকার করেছেন। নির্যাতনের শিকার নুর সলেমান (৪৫) জানান, তার পিতা হোসেন ডাক্তার তার এক ছেলেকে বিদেশে পাঠানোর জন্য টাকার পরিবর্তে জমি লিখে দেয়।
করোনা জনিত বিদেশ যাওয়া অনিশ্চিত হওয়ায় টাকা ফেরত পাওয়ার জন্য শশীভুষণ থানায় লিখিত অভিযোগ করেন। এ অভিযোগে জমি বাবদ ৭০ হাজার টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও টাকা ফেরত না দেওয়া সহ নুর সলেমান পিতার পক্ষ নিয়ে কথা বলে রাতে থানা থেকে বের হয়ে হাজারীগঞ্জ যাওয়ার পথে থানার অদুরে বেগম রহিমা ইসলাম কলেজের পুর্ব পার্শ্বের গেটের সামনে সৎ ভাই মো. জাহাঙ্গীর (৫০) মো. কবির( ৪০) ও জাহাঙ্গীরের ছেলে মামুন বিবস্ত্র করে নির্যাতন করে।
পথচারীরা নুর সলেমানকে উদ্ধার করে শশীভুষণ থানায় নিয়ে গেলে তাকে চিকিৎসা গ্রহনের জন্য চরফ্যাশন হাসপাতালে প্রেরণ করেন। শশীভুষণ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা শিকার করে বলেন, বিবস্ত্র করে নির্যাতনের ভিডিওটি আমি দেখেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম হাওলাদার জানান, নির্যাতনের ভিডিও টি আমিও দেখেছি। পুলিশ বা সেনা বহিস্কৃত সদস্য কবির বেপরোয়া । আমার সামনেও নুর সলেমানকে একবার আক্রমন করেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]