রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
চরফ্যাশনে বন সংরক্ষণ গ্রাম সদস্যদের মধ্যে লোন বিতরণ
জুলফিকার তালুকদার, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন রেঞ্জের চরমানিকা উপকুলীয় বিট এলাকায় বন কর্তন, খালে বিষ প্রয়োগ, বনে মহিষ চড়ানো বন্ধে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বৃহস্পতিবার সকালে বিভাগীয় বন কর্মকর্তা ভোলা এস.এম কায়চারের নির্দেশে ২৫ জন বন সংরক্ষণ গ্রাম সদস্যদের মধ্যে ২৫ হাজার ২শত টাকা করে লোন বিতরণ করা হয়েছে।
উপকূলীয় বনাঞ্চলীয় জনগোষ্টীকে বনবিমুখ করার জন্য বন কর্তন থেকে বিরতকরন, বনের মধ্যবতী খালে বিষ প্রয়োগ করে মৎস্য নিধনের ফলে বণ্যপ্রাণীর মৃত্যু প্রতিহত করন, বনের হরিণ উক্ত পানি পান জনিত কারনে মৃত্যুবরণ সহ বনের পুনরুদ্ধারের প্রকল্প হিসেবে চর নলুয়া এফসিভি সদস্যদের ৬ লাখ ৩০ হাজার টাকা ১ম ধাপে অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন হাওলাদার প্রধান অতিথি হিসেবে চেক করেন।
বিশেষ অতিথি চরফ্যাশন রেঞ্জের চরমানিকা বিট কর্মকর্তা আবুল কাশেম বলেন, প্রদানকৃত লোনের টাকা আপনারা যথাযথ ব্যবহার করে স্বাবলম্বী হওয়া সহ বনে অবৈধ কাজ কর্ম থেকে বিরত থাকতে বাংলাদেশ সরকারের আহবানে এ অর্থ আপনাদের জন্য বরাদ্ধ করছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রশিকার চরফ্যাশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.