রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬
চরফ্যাশনে ৫ টাকার টিকেট ১০ টাকা নেয়ার অভিযোগ
জুলফিকার,চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে ঢাকাগামী যাত্রীদের প্রবেশের টিকিটের মূল্য ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেয়া হলে গত ১২ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুলের নির্দেশক্রমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু আবদুল্লাহ খান। এসময় তিনি ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ঘাট ইজারাদারদের সর্তক করেন। এমন নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার (১৯ মে) ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে ৫ টাকার ঘাট টিকেট ১০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাড়তি ঘাট টিকেট নেওয়ার বিষয়ে কোনো যাত্রী প্রতিবাদ করলে ইজারাদার কর্তৃপক্ষের লোকজন তাঁদের হয়রানি করছেন বলে জানিয়েছেন ঢাকাগামী যাত্রীরা। রাশেদুল ইসলাম সোহাগ নামে এক যাত্রী বলেন, ‘টিকিটে মূল্য লেখা পাঁচ টাকা। আমি পাঁচ টাকা দিতেই হঠাৎ একজন ক্ষিপ্ত হয়ে আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। পরে মানসম্মানের ভয়ে ১০ টাকা দিয়ে ঘাটে প্রবেশ করি।এ বিষয়ে ঘাটের ইজারাদার নূর আলম মাষ্টার বলেন, ‘টাকা বেশি নেওয়ার কোনো সুযোগ নাই। ঘটনাটি জেনে ওদেরকে আমি বলে দিয়েছি যাতে কারও কাছ থেকে কোনো ভাবেই পাঁচ টাকার বেশি মূল্য না রাখে। এমনকি মালামাল ওঠানামার ক্ষেত্রেও যেন জুলুম না করা হয়।’চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান রাহুল বলেন, যাত্রী কাছ থেকে বাড়তি ঘাট টিকেট নেওয়া ও হয়রানির রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.