জুলফিকার, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি: ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ এবং পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ ১৫ আগস্ট সকাল ৯:৩০ মিনিটের সময় কলেজের ছাত্র-ছাত্রী ও প্রভাষক এবং অতিথিদের কালোব্যাজ পরিধানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শুরু হয় ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চর কুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চরমানিকা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি আব্দুল রব মিয়া,
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সফিউল্লা হাওলাদার, চরমানিকা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছাইদুল রহমান সোহাগ, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লা প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
চরমানিকা ইউনিয়ন ওলামা লীগের সভাপতি কাজী মোহাম্মদ ইব্রাহীম, চরমানিকা ইউনিয়ন যুবলীগে সভাপতি গিয়াস মেম্বার, চর মানিকা ইউনিয়ন বাংলাদেশ স্বেচ্ছাসেবলীগের সভাপতি সাংবাদিক সেলিম রানা,দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের সভাপতি প্রভাষক নিজাম উদ্দিন রাসেল ,সিনিয়ার সহ সভাপতি প্রভাষক রিয়াজুল ইসলাম দুলাল,প্রভাষক মহিবুল্লা প্রভাষক, ১৫ আগস্টে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়, কলেজের ছাত্র -ছাত্রী ও প্রভাষক বিন্দু এ সময় উপস্থিত ছিলেন।