জুলফিকার, উপজেলা প্রতিনিধি।। চরফ্যাশন উপজেলার কয়েক শত মানুষ ফ্যাশন স্কোয়ার গ্যালারীতে বসেই উপভোগ করেন পদ্মা সেতু উদ্বোধনীয় অনুষ্ঠান। জানা যায়, স্থানীয় এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব নিজ এলাকার নেতৃবৃন্দের জন্য তিনটি বড় লঞ্চ রিজার্ভ করেন। লঞ্চ গুলো বেতুয়া ঘাট থেকে ২৪ তারিখ সন্ধ্যার পর নেতাকর্মী নিয়ে উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্দেশ্য ছেড়ে যায়। যাহারা যেতে পারেনি তাহাদের জন্য প্রজেক্টে আয়োজন করা হয় উপজেলা ফ্যাশন স্কোয়ার গ্যালারীতে প্রজেক্টরে। অনুষ্ঠান উপভোগ করেন স্থানীয় যুবক আলী। চোখে মুখে আবেগ আপ্লুত আনন্দের আবরন। জিজ্ঞেস করতেই বলে উঠেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব অত্র অঞ্চলের জনগণের জন্য বার বার উপহার নিয়ে আসেন যার অনুভূতি এলাকাভিত্তিক। আর আজকে সারা বাংলাদেশের মানুষের জন্য উপহার দিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এই অনূভুতি সমগ্র বাংলাদেশের। তিনি জানান ১৯৭১ স্বাধীনতা উপহারের পর দ্বিতীয়বারের মতো এমন উপহার পেলেন বাংলাদেশের জনগণ। সাইমুন, কলেজ ছাত্রী তার আনন্দের শেষ নাই। কিছুক্ষণ সময় নিয়ে বলেন গত কয়েক দশক ধরে দক্ষিনাঞ্চলের মাটি ও মানুষের প্রতি অবহেলা ছিল এটা অস্বিকার করার সুযোগ নাই। উদাহরণ টেনে বলেন একমাত্র এনজিও গুলো এই অঞ্চল গুলোতে ঢুকলেও দেশের গ্রুপ অব কোম্পানি গুলো ব্যবসায়িক কার্যক্রম থেকে দক্ষিনাঞ্চলকে বঞ্চিত রাখে। যখন থেকে পদ্মা সেতু দৃশ্যমান হতে লাগলো বিভিন্ন কোম্পানি গুলো আসা শুরু করল। সরকার বড় ছোট প্রকল্প অনুমোদন দিয়ে অত্র অঞ্চলের মাটি ও মানুষের উন্নয়নের ব্যাপক নজর দিবেন বলে এই কলেজ ছাত্রী অনুভূতি ব্যাক্ত করেন। বরিশাল জেলা গুলোর মধ্যে ভোলা হলো বিচ্ছিন্ন জেলা, যাহা বঙ্গবসাগর ঘেষা। এই জেলাকে সরাসরি সংযুক্ত করতে হলে আরো একটি সেতু সংযোগ করতে হবে। ইতিমধ্যে ভোলার সাথে বরিশালের সংযোগ দেয়ার জন্য তেঁতুলিয়া নদীর উপর দিয়ে ৮কিলোমিটার অধিক লাম্বা সেতুর ভূমি অধিকগ্রহণের কাজ শেষ হয়েছে বলে জানা যায়!।